শ্রীচৈতন্য-অদ্বৈত-লীলাপ্রসঙ্গ-শ্রবণে কল্যাণ ফল-লাভ—
ভক্তি করি’ যে শুনয়ে এ সব আখ্যান। কৃষ্ণে ভক্তি হয় তার সর্বত্র কল্যাণ।