অদ্বৈতাচার্যের শ্রীমুখের কথা-অবিশ্বাসকারী অদ্বৈতানুগ নামের কলঙ্ক ও অদ্বৈতের অদৃশ্য—
অদ্বৈতের শ্রীমুখের এ সকল কথা।
সত্য সত্য সত্য ইথে নাহিক অন্যথা ।।৮১।।
শ্রীঅদ্বৈতপ্রভু কেবলমাত্র শ্রীমহাপ্রভুকে ভোজন করাইয়া প্রীতিলাভ করিবেন, বাসনা করায় দেবরাজ ইন্দ্র দৈবদুর্বিপাক ঘটাইয়া তাঁহার সহিত অপর যতিগণের আসিবার সুযোগ দেন নাই, তৎফলে মহাপ্রভু একাকী আসায়, অদ্বৈতপ্রভু সর্বান্তঃকরণে তাহাকে ভোজন করাইয়া পরিতৃপ্ত করাইয়াছিলেন। এইকথা শ্রীঅদ্বৈতপ্রভু স্বীয় দাসগণের নিকট প্রকাশ করেন। কিন্তু কতিপয় ব্যক্তি অদ্বৈতপ্রভুকে মহাপ্রভুর ঐকান্তিক ভৃত্য বিবেচনা না করায় ঐ সকল সত্যঘটনার অনুমোদন করে না, —শ্রীগৌরসুন্দরকে অদ্বৈতের অনুগত বিবেচনা করিয়া অদ্বৈতপ্রভুর সেবা-বিচার পরিবর্তন করিতে প্রয়াস পায়। সেই সকল নির্বুদ্ধি প্রাকৃতবিচারপর ব্যক্তি আপনাদিগকে অদ্বৈতানুগত বলিয়া পরিচয় দিলেও উহারা অদর্শনীয় অর্থাৎ উহাদের মুখ দর্শন করিলে দুঃসঙ্গ-জন্য গঙ্গাস্নানাদি দ্বারা পাপ-মুক্ত হইতে হইবে।