বৈবাহিণীগণ লক্ষ্মীর অংশ; রন্ধন-সেবায় পরম-নিপুণা—
শ্রীলক্ষ্মীর অংশ—যত বৈষ্ণব-গৃহিণী।
কি বিচিত্র রন্ধন করেন নাহি জানি।
বৈষ্ণবগৃহিণীগণ শ্রীলক্ষ্মীরই অংশ। ভগবানের দাসদাসী জীবগণ ভগবচ্ছক্তির বিভিন্নাংশ হইলেও স্বরূপতঃ তটস্থ-শক্তির পরিণতি, সুতরাং শক্ত্যংশ। স্বরূপ-বোধের অভাবে তাঁহাদের অন্যথা-রূপে স্বরূপভ্রান্তি, কিন্তু বৈষ্ণব গৃহিণীগণ নিজ অন্যথা রূপের পরিবর্তে মুক্তাবস্থায় হরিসেবা-পরা।