অদ্বৈতাচার্যের বৈষ্ণবী প্রতিষ্ঠা-বরণ; প্রভুর সেবকসূত্রে এইরূপ বল নিত্যকাম্য —
অদ্বৈত বলেন,—“তুমি সেবক বৎসল। কায়মনোবাক্যে আমি ধরি এই বল।