স্বয়ং কৃষ্ণ যাঁহার বাক্যপালনকারী, তাঁহার আজ্ঞায়
ঝড়বর্ষার আবির্ভাব নগণ্য—
কৃষ্ণ না করেন যার সঙ্কল্প অন্যথা। যে করিতে পারে কৃষ্ণ-সাক্ষাৎ সর্বথা।