কেবল কৃষ্ণকৃপায় মহাভাগবতের আচরণের মর্ম অধিগম্য হয়—
কৃষ্ণকৃপায়ে সে ইহা জানিবারে পারে।
এ সব সঙ্কটে কেহ মরে, কেহ তরে।
ভগবৎকৃপা না হইলে ভক্তচরিত্রের আপাতদর্শনে কাহারও সর্বনাশ হয় এবং কেহ বা অপরাধ না করিয়া অপরাধ হইতে দূরে থাকেন।
তথ্য। সাধবো হৃদয়ং মহ্য সাধূনাং হৃদয়ন্ত্বহম্। মদন্যত্তে ন জানন্তি নাহং তেভ্যো মনাগপি।। (ভাঃ৯/৪/৬৮)।