কৃষ্ণ নিজ-মহিমা ও ভক্ত-মহিমা প্রকাশার্থে ভৃগুর হৃদয়ে প্রেরণা দ্বারা
নিজবক্ষে পদাঘাত করাইয়াছেন—
মূলে কৃষ্ণ প্রবেশিয়া ভৃগুর দেহেতে।
করাইলা, ভক্তির মহিমা প্রকাশিতে।
ভৃগু শরীরে ভগবান প্রবেশ করিয়া ভক্তিমহিমা প্রকাশ করিবার জন্য ঐরূপ অনুষ্ঠান করিয়াছিলেন। ভৃগুর মর্যাদা-জ্ঞান থাকাকালে কখনও ঐরূপ অনুষ্ঠান করিতে সাহস হইত না। ভক্তগণের জয় বিঘোষিত করিবার জন্যই ভগবান্ ঐরূপ লীলা প্রকাশ করিয়াছিলেন।