বৈষ্ণব-মহিমা-প্রচারার্থ ভগবানের নিজবক্ষে বৈষ্ণবচরণ-চিহ্নধারণ—
এই যে তোমার শ্রীচরণ-চিহ্নধূলি। বক্ষে রাখিলাঙ আমি হই' কুতূহলী।