ভক্তের পাদোদক মলিনতীর্থের তীর্থ-সম্পাদক—
এই যে তোমার পাদোদক পুণ্যজল। তীর্থের করয়ে তীর্থ হেন সুনির্মল।