অক্ষজানে সিদ্ধ বৈষ্ণবের বিষয় ব্যবহারের নিন্দা মৃত্যুর সেতু—
সিদ্ধবৈষ্ণবের অতি বিষম ব্যবহার।
না বুঝি’ নিন্দিয়া মরে সকল সংসার।
ভগবৎসেবা-পর ভক্ত ভগবানের বিশ্রান্ত সেবক। সাধারণ লোক বহিঃপ্রচালিত হইয়া তাহা বুঝিয়া উঠিতে পারে না। শ্রীমদ্ভাগবতের ভৃগুচরিত্র-বর্ণনে (ভাঃ ১০ম স্কন্ধ, ৮৯ অঃ) কৃষ্ণভক্তের লোকাতীত মর্যাদা-লঙ্ঘনের কথা বর্ণিত হইয়াছে। ভৃগু ভগবানের বক্ষে পদনিবিষ্ট করিতে শঙ্কিত হন নাই। ভক্তবৎসল ভগবান্ সাধারণ বিচারে ভৃগুকর্তৃক অবজ্ঞাত হইলেও তদ্দ্বারা ভৃগুর ভগবৎসেবার অতি বিশ্রম্ভ-ভাব ও অত্যাসক্তি প্রকটিত হইয়াছে। মূঢ় জনগণ তাৎপর্য না বুঝিয়া বিপরীত বুঝিয়া ভৃগুর। অনুকরণে বিষ্ণু-বৈষ্ণবের মর্যাদা-লঙ্ঘন করিতে ব্যস্ত হয়।