ভক্তগোষ্ঠীর প্রভুর সঙ্গে কীর্তনানন্দে অবস্থিতি—
হেনমতে ভক্তগোষ্ঠী ঈশ্বরের সঙ্গে। থাকিলা পরমানন্দে সংকীর্তন-রঙ্গে।