সাকর মল্লিককে মহাপ্রভু-কর্তৃক তৃতীয় সংস্কার-স্বরূপ ‘সনাতন নাম প্রদান—
সাকরমল্লিক নাম ঘুচাইয়া তান।
সনাতন অবধূত থুইলেন নাম।
মালদহে বিধর্মিগণের সেবা-সূত্রে কর্ণাটব্রাহ্মণকুলাদ্ভব ভ্রাতৃদ্বয় ‘দবিরখাস’ ও ‘সাকর-মল্লিক’-নামে পরিচিত ছিলেন। শ্রীগৌরসুন্দর ‘ততীয়’ নাম- সংস্কার দিতে গিয়া সাকর-মল্লিকের নাম অবধূত ‘সনাতন’ ও দবিরখাসের নাম ‘শ্রীরূপ’ দিয়াছিলেন।
‘শ্রীরূপ’ ও ‘শ্রীসনাতন’-নামদ্বয়ের পরিবর্তে তাঁহারা খরৌষ্টিভাষায় আর পরিচিত ছিলেন না।
শ্ৰীমন্মহাপ্রভু বৃন্দাবনে গিয়া নির্জনস্থানে বাস করিবার অভিপ্রায় করিলেন। তিনি স্বয়ং প্রচার করিবার যত্ন করিবেন না; পরন্তু শ্রীরূপ-সনাতনের দ্বারাই প্রচার করাইবেন—ইহাই স্থির করিলেন।