ভাণ্ডারের মালিকের আজ্ঞায় ভাণ্ডারীর দানের ক্ষমতা—
প্রভু আজ্ঞা দিলে সে ভাণ্ডারী দিতে পারে।
এই মত যা’রে কৃপা কর’ যার দ্বারে।
শ্রীগৌরহরি শ্রীঅদ্বৈতপ্রভুকে বলিলেন—“তুমিই ভক্তিভাণ্ডারের অধিকারী, তোমার অনুগ্রহ-ব্যতীত কৃষ্ণসেবক হইয়াও কাহারও কৃষ্ণসেবা লাভ ঘটে না।’’ তদুত্তরে শ্রীঅদ্বৈত বলিলেন—“ভক্তিভাণ্ডার তোমারই, তুমিই মালিক, তোমার আজ্ঞাক্রমে আমি ভক্তিরক্ষক হইলেও তোমার অনুমতি ব্যতীত উহা কাহাকেও দিতে পারি না।।’’ ২৬৫।।