সমগ্র সংসারই বিষয়-বন্ধনে বদ্ধ, তাহা হইতে উদ্ধার লাভের ন্যায় সৌভাগ্য আর নাই; অদ্বৈতাচার্য প্রেম-ভক্তিদানে সমর্থ—
বিষয়-বন্ধনে বদ্ধ সকল সংসার।সে বন্ধন হৈতে তুমি দুই হৈলা পার।