যে তোমার প্রিয়পাত্র লওয়ায় তোমারে।
অবশেষপাত্র যেন হঙ তা'র দ্বারে ।”
শ্রীরূপ ও শ্রীসনাতনপ্রভুদ্বয় মহাপ্রভু শ্রীগৌরসুন্দরকে বলিলেন—“তুমি শ্রীকৃষ্ণপ্রেমদাতা ও মহাবদান্য,—জগতের সকলের মঙ্গলের জন্য ভক্তবেষ ধারণপূর্বক তুমি জীবের একমাত্র উপাস্য স্বয়ংরূপ কৃষ্ণ।তোমার ভক্তগণই তোমার পাদপদ্ম লাভ করাইবার জন্য সমগ্র জগৎকে নিয়োগ করেন। তাঁহাদের উচ্ছিষ্টভোজী কুক্কুর হইয়া আমি পড়িয়া থাকিব। মনুষ্যজন্মের সার্থকতাই—গৌরভক্তের ভৃত্য হওয়া। রাজার বিশিষ্ট কর্মচারী হওয়ায় বৈষ্ণবের দাস্যে আমরা বঞ্চিত ছিলাম। মনুষ্যজন্মের একমাত্র প্রয়োজনই—গৌরানুগত্যে কৃষ্ণসেবা। যাহারা ইহা বুঝিতে পারে না, তাহারাই কৃষ্ণবিমুখ হইয়া নিজ অমঙ্গল আনয়ন করে।