সর্ব বৈষ্ণবের শ্রৌতবাক্যের আদরে বরণই সর্বত্র বিজয়লাভের সেতু—
সর্ব-বৈষ্ণবের বাক্য যে আদরে লয়। সেই সব জন পায় সর্বত্র বিজয়।
শ্রীভগবদ্ভক্তগণের উপদেশ ও বিচার যাঁহারা আদরের সহিত গ্রহণ করেন, তাদৃশ সিদ্ধান্তপরায়ণ জনগণই সর্বত্র বিজয় লাভ করেন।