এ সব কৃষ্ণের চিহ্ন জানিহ নিশ্চয়।
গঙ্গা আর কা’রো পাদপদ্মে না জন্ময়।
সর্বকারণকারণ সচ্চিদানন্দবিগ্রহ পরমেশ্বর শ্রীকৃষ্ণের পাদপদ্ম হইতে গঙ্গার উদ্ভব। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবতা সেই গঙ্গার উদক শিরে ধারণ করেন। অন্য দেবতার পদ হইতে গঙ্গা উদ্ভূত হইতে পারেন না। শ্রীগৌরসুন্দরের পাদপদ্মলাভের জন্য গঙ্গাদেবী রামানুজীয় শ্রীবৈষ্ণবগণের বিচারপদ্ধতি পরিত্যাগ করাইয়া সাধারণকে গঙ্গায় নিমজ্জিত হইবার ধারণা করাইয়াছেন; কেননা, শ্রীগৌরসুন্দর এতদ্দেশীয় প্রথানুসারে স্বীয় পাদোদ্ভবা জাহ্নবীদেবীকে স্বীয় পাদপদ্মে স্থান দিয়াছিলেন।