বিভিন্ন দেশের অসংখ্য লোকের চৈতন্য-নাম গুণ-লীলা সংকীর্তন করিতে করিতে অকস্মাৎ আগমন—
সহস্র সহস্র জন না জানি কোথায়। জগন্নাথ দেখি’ আইল প্রভু দেখিবার।