হস্তদ্বারা সূর্যাচ্ছাদন সম্ভব হইলেও আসমুদ্র-হিমাচলে পরিব্যাপ্ত গৌরসুন্দরের অপ্রাকৃত যশঃ গোপন অসম্ভব—
যে নারিল লুকাইতে ক্ষীরোদসাগরে।লোকালয়ে আচ্ছাদন কিসে করি তাঁ’রে।