স্বয়ং পরত্ত্ব লোকশিক্ষকলীল মহাপ্রভু-কর্তৃক জীবের অবতার সাজিবার আনুকরণিক পাষণ্ডতা-নিরাসের আদর্শ স্থাপনার্থ ভক্তগণের কার্যের যুক্তিযুক্ততার প্রশ্ন —
ক্ষণেকে উঠিলা প্রভু শ্রীভক্তবৎসল। বলিতে লাগিলা,—“অয়ে বৈষ্ণব-সকল।