শ্রীচৈতন্যযশের প্রতি মৎসর ব্যক্তির সকলই নিষ্ফল—
চৈতন্য-যশে প্রীত না হয় যাহার।
ব্রহ্মচর্য-সন্ন্যাসে বা কি কার্য তাহার।
ব্রহ্মচর্য ও তুর্যাশ্রম—গৃহস্থ ও বানপ্রস্থ আশ্রম অপেক্ষা শ্রেষ্ঠ। তত্তৎ আশ্রমস্থ হইয়াও শ্রীচৈতন্যের বিজয়ে যাহাদের প্রীতি নাই, তাহাদের আশ্রম-ধর্মপালন ব্যর্থ হয়।