প্রভুর দর্শনে ভক্তগণের অধিকতর উল্লাসে প্রভুর নাম-গুণ-কীর্তন ও অদ্বৈতের নৃত্যোল্লাস—
প্রভু দেখি’ ভক্ত সব অধিক হরিষে।গায়েন, অদ্বৈত নৃত্য করেন উল্লাসে।