ভক্তিকথাবিমুখ ব্যক্তির তপস্যা, শিখাসূত্রত্যাগ সকলই পণ্ড পরিশ্রম—
প্রভু বলে,—“যার মুখে নাহি ভক্তিকথা।
তপ, শিখা-সূত্র-ত্যাগ তার সব বৃথা।
যদি কৃষ্ণানুশীলনরত জনগণের মুখে ভক্তিকথা শুনিতে না পাওয়া যায়, তবে যাবতীয় কৃচ্ছসাধ্য ব্রত, তপস্যা, শিখাসূত্র ত্যাগপূর্বক একদণ্ড সন্ন্যাস-গ্ৰহণাদি সমস্তই অকর্মণ্য হইয়া পড়ে।