প্রভু বলে,—“আমি কতদিন পৃথিবীতে।
থাকিলাঙ, এই সত্য কহিল তোমাতে।
শ্রীগৌরসুন্দর বলিলেন,—শুধু ভক্তির শ্রেষ্ঠাতা-স্থাপন করিবার জন্যই আমি জগতে এতদিন বাস করিলাম। গুরুর আসন গ্রহণ করিয়া যদি কেশবভারতী ভক্তির অবমাননা করিতেন, তাহা হইলে শ্রীগৌরসুন্দর সমুদ্রে প্রবিষ্ট হইয়া লীলা সম্বরণ করিতেন।