তথাহি (মহাভারত বনপর্ব ৩১৩/১/১৭)—
তর্কোঽপ্রতিষ্ঠঃ শ্ৰুতয়ো বিভিন্না নাসাবৃষির্যস্য মতং ন ভিন্নম্।
ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজনো যেন গতঃ স পন্থাঃ।
অনুবাদ। তর্ক সহজেই প্রতিষ্ঠাশূন্য; শ্রুতিসকলও ভিন্ন ভিন্ন; যাঁহার মত ভিন্ন নয়, তিনি ‘ঋষি’ই হইতে পারেন না; এতন্নিবন্ধন ধর্মতত্ত্ব গুঢ়রূপে আচ্ছাদিত আছে অর্থাৎ শাস্ত্রাদি পাঠ করিয়া ধর্মতত্ত্ব পাওয়া কঠিন। সুতরাং যাঁহাকে ‘মহাজন’ বলিয়া সাধুগণ স্থির করিয়াছেন, তিনি যে-পথকে ‘শাস্ত্রপথ’ বলিয়াছেন, সেই পথেই অপর সকল ব্যক্তির গমন করা উচিত।