স্বকর্মফলনির্দিষ্টাং যাং যাং যোনিং ব্ৰজাম্যহম্। তস্যাং তস্যাং হৃষীকেশ, ত্বয়ি ভক্তির্দৃঢ়াস্তু মে।
অনুবাদ। আমি নিজকর্মফলানুসারে যে যে যোনিতেই গমন করি না কেন, হে হৃষীকেশ, সেই সেই যোনিতেই আমার তোমাতে অচলা ভক্তি হউক্।