তথাহি (বিষ্ণুপুরাণ ১/২০/১৮)—
প্রমাণী-বাক্য—
নাথ, যোনিসহস্রেষু যেষু যেষু ব্ৰজাম্যহম্।
তেষু তেষ্বচ্যুতা ভক্তিরচ্যুতাস্তু সদা ত্বয়ি।
অনুবাদ। হে প্রভো, অচ্যুত, আমি সহস্র সহস্র যোনির মধ্যে যেখানেই জন্মগ্রহণ করি না কেন, সেই সেই যোনিতেই যেন তোমাতে আমার নিরন্তর অস্খলিতা ভক্তি বিরাজিত থাকে।