মহাজন সম্প্রদায় সর্বত্যাগ করিয়া ভক্তিরই প্রার্থী—
এইমত যত মহাজন-সম্প্রদায়। সবেই সকল ছাড়ি’ ভক্তিমাত্র চায়।