তথাহি (ভাঃ ১০/১৪/৩০)—
তদস্তু মে নাথ স ভূরিভাগো ভবেঽত্র বান্যত্র তু বা তিরশ্চাম্।
যেনাহমেকোঽপি ভবজ্জনানাং ভূত্বা নিষেবে তব পাদপল্লবম্।
অনুবাদ। হে নাথ, অতএব এই ব্রহ্মজন্মেই হউক, কিম্বা পশুপক্ষী প্রভৃতি জন্মেই হউক, যাহাতে আমি ভবদীয় ভক্তগণের অন্যতমরূপে জন্মগ্রহণ করিয়া আপনার পাদপল্লব-সেবা করিতে পারি; আমার তাদৃশ মহাভাগ্য লাভ হউক।