বিচারের পর ভারতী-কর্তৃক ভক্তিরই শ্রেষ্ঠত্ব কথন—
কতক্ষণে ভারতী বিচার করি’ মনে। কহিতে লাগিল, গৌরসুন্দরের স্থানে।