ভক্তি-ব্যতীত মহাপ্রভুর অন্য-জিজ্ঞাসা নাই—
প্রভু বলে,-“যে জনের কৃষ্ণভক্তি আছে।
কুশল মঙ্গল তার নিত্য থাকে পাছে।
তথ্য। সর্বমঙ্গলমূর্ধন্যা পূর্ণানন্দময়ী সদা। দ্বিজেন্দ্র তব ময্যস্তু ভক্তিরব্যভিচারিণী।। (ভাঃ রঃ সিন্ধুঃ ১/৩/৯) ভক্তিস্ত্বয়ি স্থিরতরা ভগবন্ যদি স্যাদ্দৈবেন নঃ ফলতি দিব্যকিশোরমূর্তি। মুক্তিঃ স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতেঽস্মান্ ধর্মার্থকামগতয়ঃ সময়প্রতীক্ষাঃ।। (শ্রীকৃষ্ণকৰ্ণামৃত ১০৭ শ্লোক)।