ভক্তি-শিক্ষাদানের জন্যই শ্রীচৈতন্যাবর—
ভক্তি লওয়াইতে শ্রীচৈতন্য অবতার।
ভক্তি বিনা জিজ্ঞাসা না করে প্রভু আর।
শ্রীচৈতন্যভক্তগণ অভক্তের সহিত সম্ভাষণ করেন না। যিনি ভক্তি ব্যতীত কর্ম, জ্ঞান ও অন্যাভিলাষের কথায় প্রমত্ত, তাঁহার সহিত বন্ধুত্ব করিতে নাই। প্রত্যেহ লক্ষ নাম গ্রহণ না করিলে পতিত ব্যক্তিগণের বিষয়ভোগ-প্রবৃত্তি বৃদ্ধি পায়; তখন আর তাহারা শ্রীগৌরসুন্দরের সেবা করিতে পারে না। লক্ষেশ্বর ব্যতীত গৌরভক্তির আদর্শ গৌড়ীয়গণ কেহই স্বীকার করেন না। অধঃপতিত বা ‘অধঃপেতে’গণ একমাত্র ভজন শব্দ-বাচ্য শ্রীনাম-ভজনে বিমুখতা-বশতঃ লক্ষনাম গ্রহণ করিবার পরিবর্তে অন্য ভাজনের তুলনা করেন, তারা উহাদের কোন মঙ্গল হয় না।