Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 121

Language: বাংলা
Language: English Translation
  • প্রতিদিন লক্ষনাম-গ্রহণকারীই লক্ষেশ্বর—

    প্রভু বলে,-“জান, ‘লক্ষেশ্বরবলি কারে ?
    প্রতিদিন লক্ষ-নাম যে গ্রহণ করে

    শ্রীগৌরসুন্দর বলিলেন,—যিনি প্রতিদিন লক্ষনাম গ্রহণ করেন, তাহারই গৃহে ভগবান্ সেবিত হন। ভগবান্ তাঁহারই নিকট ভোজ্যদ্রব্যাদি গ্রহণ করেন। যিনি লক্ষনাম গ্রহণ করেন না, তাঁহার নিকট হইতে ভগবান্ নৈবেদ্য স্বীকার দ্বারা সেবা-সৌভাগ্য প্রদান করেন না। ভগবদ্ভক্তমাত্রেই প্রত্যহ লক্ষনাম গ্রহণ করিবেন; নতুবা বিবিধ বিষয়ে আসক্ত হইয়া ভগবৎসেবা করিতে অসমর্থ হইবেন। তজ্জন্যই শ্রীচৈতন্যদেবের আশ্রিত সকলেই ন্যূনকল্পে লক্ষ নাম গ্রহণ করিয়া থাকেন । নতুবা গৌরসুন্দরের উদ্দেশ্যে প্রদত্ত নৈবেদ্য তিনি গ্রহণ করিবেন না।

Page execution time: 0.0408208370209 sec