বিষ্ণুভক্তই ধনবান্ —
অদ্য-খাদ্য নাহি যা’র-দরিদ্রের অন্ত।
বিষ্ণুভক্তি থাকিলে, সে-ই সে ধনবন্ত।
ভোজ্যদ্রব্য-সংগ্রহে অসমর্থ দরিদ্র ব্যক্তিও ভগবৎ সেবাপর-চিত্ত হইলে সমগ্র ঐশ্বর্যের অধিপতি ভগবান্ তাঁহার নিজপ্রভু হওয়ায় ঐরূপ ব্যক্তির তুল্য ধনৈশ্বর্যবান্ আর কেহ হইতে পারে না।।১১৫।। তথ্য। ন মোঽকিঞ্চনবিত্তায় নিবৃত্তগুণবৃত্তয়ে। আত্মরামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। (ভাঃ ১/৮/২৭)।