বন্ধুবর্গের কিরূপ কুশল-জিজ্ঞাসা কর্তব্য? ‘কুশল’-শব্দের প্রকৃত অর্থ কি?—
‘কুশল” শব্দের অর্থ ব্যক্ত করিবারে।
‘ভক্তি আছে’ করি’ বার্তা লয়েন সবারে।
তথ্য। ভবৎসু কুশলপ্রশ্ন আত্মারামেষু নেষ্যতে। কুশলাকুশলা যত্র ন সন্তি মতিবৃত্তয়ঃ ।। (ভাঃ ৪/২২/১৪) অত্যুত্তমানাং কুশলপ্রশ্নো লোকসুখেচ্ছয়া। নিত্যদাপ্তসুখত্বাত্তু ন তেষাং যুজ্যতে ক্বচিৎ।। (নারদীয়ে, ভাগবততাৎপর্য ১/১৪/৩৪) লোকানাং সুখকর্তৃত্বমপেক্ষ্য কুশলং বিভো। পৃচ্ছ্যতে সততানন্দাৎ কথং তস্যেব পৃচ্ছ্যতে।। (পাদ্মে ভাগবততাৎপর্য ২/১/২৬) নন্বন্দা ময়ি কুর্বন্তি কুশলাঃ স্বার্থদর্শনাঃ অহৈতুক্যব্যবহিতং ভক্তিমাত্মপ্রিয়ে যথা।। (ভা ১০/২৩/২৬) যস্যাস্তি ভক্তিৰ্ভগবত্যকিঞ্চনা সর্বৈগুণৈস্তত্র সমাসতে সুরাঃ । হরাবভক্তস্য কুতো মহদ্ণ্ডণা মনোরথেনাসতি ধাবতো বহিঃ।। (ভাঃ ৫/১৮/১২)।