লোকশিক্ষার্থ প্রভুর ঐরূপ প্রশ্ন ভঙ্গী—
আইর যে ভক্তি আছে জিজ্ঞাসে ঈশ্বরে।
সে কেবল শিক্ষা করায়েন জগতেরে।
মহাপ্রভুর দামোদরের নিকট শচীদেবীর কৃষ্ণভক্তির কথা জিজ্ঞাসা লীলা লোকশিক্ষার জন্য জানিতে হইবে। ভগবৎসেবকগণ বাৎসল্য-রসে কি প্রকার ঐকান্তিকতার সহিত ভগবৎসেবা করেন, এবং উহাতে ভগবান্ তাঁহাদের কিরূপ প্রেম বাধ্য হন, তাহা জানাইবার উদ্দেশ্যেই ঐ শিক্ষা-লীলা।