প্রভুর আনন্দ—
দামোদর মুখে শুনি’ আইর মহিমা।
গৌরচন্দ্রপ্রভুর আনন্দের নাহি সীমা।
পুত্র-সঙ্গ হইতে বঞ্চিত হইবার পর ভগবানের জননীর কৃষ্ণভক্তি কিরূপ আছে, জিজ্ঞাসার উত্তরে দামোদরপণ্ডিত শচীদেবীর ভক্ত্যানুষ্ঠানসমূহ কীর্তন করায় তচ্ছ্রবণে মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হইল।