জয়-কীর্তন-মুখে মঙ্গলাচরণ—
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য রমাকান্ত।
জয় সর্ব-বৈষ্ণবের বল্লভ একান্ত।
শ্রীকৃষ্ণচৈতন্যদেব অবতারী কৃষ্ণ, সুতরাং রমেশ বিষ্ণুর মূল আকর; তজ্জন্য তিনি রমাকান্ত। শ্রীকৃষ্ণচৈতন্য শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর--এই সর্বরসাশ্রিত ভক্তের উপাস্য কৃষ্ণচন্দ্র।