ঈশ্বরো করেন ভক্তসঙ্গে দণ্ডবত।অদ্বৈতাদি-প্রভুও করেন সেইমত।
মহাপ্রভু, নিত্যানন্দ ও অদ্বৈতপ্রভু, সকলেই পরস্পর ভক্তগণের সঙ্গে তাহাদের দণ্ডবৎপ্রণামের প্রতিদণ্ডবৎ দিতেছেন। অবৈষ্ণব স্মার্তসমাজে এইরূপ সৎশাস্ত্রোচিত নির্মল ব্যবহার দৃষ্ট হয় না।