কমলপুরে ধ্বজ-প্রাসাদ-দর্শন—
কমলপুরেতে ধ্বজ-প্রাসাদ দেখিয়া।পড়িলেন কান্দি’ সবে দণ্ডবত হৈয়া।
কমলপুর—আঠারনালা হইতে কিঞ্চিৎ দূরবর্তী গ্রাম। তথা হইতে শ্রীজগন্নাথ মন্দিরের ধ্বজা দৃষ্ট হয়।