শ্রীঅদ্বৈতাচার্যের প্রভৃপ্রিয়-দ্রব্যাদি ও পত্নী-পুত্র-দাস-দাসী-সহ শ্রীচৈত্রন-চরণ-
দর্শনার্থ শ্রীক্ষেত্রে আগমন—
আই-স্থানে ভক্তি করি’ বিদায় হইয়া।
চলিলা অদ্বৈতসিংহ ভক্তগোষ্ঠী লৈয়া।
যে যে দ্রব্যে জানেন প্রভুর পূর্ব প্রীত।
সব লৈলা সবে প্রভুর ভিক্ষার নিমিত্ত ।।৪০।।