পুনস্তেনৈব যাস্যন্তি তদবিষ্ণোঃ শাশ্বতং পদ।
ন কর্মবন্ধনং জন্ম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে।
অনুবাদ। যেরূপ সুমিত্রা-নন্দন ভরত ও লক্ষ্মণ, আর যেরূপ সঙ্কৰ্ষণাদি ভগবদ্বিগ্ৰহসকল স্বতন্ত্রেচ্ছাবশতঃ প্রপঞ্চে প্রাদুর্ভূত হন, তদ্রূপ ভগবৎপার্ষদ বৈষ্ণবগণও ভগবানেরই সহিত আবির্ভূত হন এবং পুনরায় সেই ভগবানের সঙ্গেই বিষ্ণুর সেই নিত্যধামে গমন করেন। বৈষ্ণবগণেরও বিষ্ণুর ন্যায় কর্মবন্ধনজনিত জন্ম নাই।