ভক্তবৎসল ও ভক্তসঙ্গী মহাপ্রভু —
পুত্র প্রায় করি’ সবে রাখিলেন কাছে।
নিরবধি ভক্ত-সব থাকে প্রভু-পাছে।
গৌরসুন্দর ভক্তগণকে পুত্ৰবাৎসল্যে নিকটে রাখিয়া সঙ্গসুখ প্রদান করেন। “যে যথা মাং প্রপদ্যন্তে, তাংস্তথৈব ভজাম্যহম্। —শ্লোকের তাৎপর্যানুসারে সকল শ্রেণীর ভক্তগণই প্রভুকে নিজ নিজ চিত্তবৃত্তির দ্বারা সেবা করিবার সুযোগ পাইয়াছিলেন।