শিক্ষাগুরুর শিক্ষা অকৃত্রিমভাবে অনুসরণকারী ব্যক্তিরই মঙ্গল—
শিক্ষাগুরু নারায়ণ যে করায়েন শিক্ষা।তাহা যে মানয়ে, সেই জন পায় রক্ষা।