সংখ্যা-নাম-কালে তুলসীর পার্শ্বে বসিয়া নাম-গ্রহণ
সংখ্যানাম লইতে যে স্থানে প্রভু বৈসে।
তথায় রাখেন তুলসীরে প্রভু পাশে।
* সংখ্যা-নাম—নির্দিষ্ট সংখ্যক নামগ্রহণ তুলসী-মালিকা অবলম্বনপূর্বক বিধেয়। এস্থলে তুলসীবৃক্ষের নিকট বসিয়া নির্দিষ্ট সংখ্যক নাম-গ্রহণ বুঝাইতেছে। যাহারা বৃক্ষমাত্ৰ-জ্ঞানে কৃষ্ণপ্রিয়া তুলসীকে ভক্তির অনুকূল সঙ্গ জ্ঞান করে না, তাহাদের শিক্ষার জন্যই শ্রীগৌরসুন্দর কেশবপ্রিয়া তুলসীর সঙ্গ করিবার লীলাভিনয় করিয়াছিলেন। তুলসী—তদীয় বস্তু; কৃষ্ণপ্রিয় সেবককে লঙ্ঘন করিয়া যাহারা কৃষ্ণসেবার জন্য উদ্গ্রীব, তাহাদের চেষ্টা বিফল হয়। “অভ্যৰ্চয়িত্বা গোবিন্দং তদীয়ান্নাৰ্চয়ন্তি যে। ন তে বিষ্ণুপ্ৰসাদস্য ভাজনং দাম্ভিকা জনাঃ।।’’—শ্লোকটি বিচার্য।