সর্বনমস্কৃত সন্ন্যাস-আশ্রমের ব্যবহার উল্লম্বন করিয়াও শিক্ষাগুরু ভগবানের বৈষ্ণবের প্রতি প্রণতি-লীলা—
তথাপি আশ্রমধর্ম ছাড়ি’ বৈষ্ণবেরে।
শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ আপনে নমস্করে।
শ্রেষ্ঠ আশ্রমে অবস্থিত জনগণ নিম্নাশ্রমস্থিত ব্যক্তিকে আদর করিয়া থাকেন, নমস্কার করেন না। কিন্তু বৈষ্ণবকে শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ স্বয়ং নমস্কার করিয়া থাকেন।