সন্ন্যাসীসকলেরই পূজিত, বন্দিত্ত ও নমস্কৃত—
অতএব সন্ন্যাসশ্রম সবার বন্দিত।
সন্ন্যাসী সন্ন্যাসী নমস্কার সে বিহিত।
যিনি সন্ন্যাসীকে নমস্কার করেন না, স্মৃতিশাস্ত্র তাঁহার প্রায়শ্চিত্ত বিধান করিয়াছেন, “দেবতাং প্রতিমাং দৃষ্ট্বা যতিঞ্চৈব ত্রিদণ্ডিনম্। নমস্কারং ন কুর্যাচ্চেদুপবাসেন শুধ্যতি।’