বৈষ্ণবে ভক্তিপ্রদর্শন-লীলা দ্বারা লোকশিক্ষা—
বৈষ্ণবের ভক্তি এই দেখান সাক্ষাত।
মহাশ্রমী বৈষ্ণবেরে করে দণ্ডপাত।
আশ্রমচতুষ্টয়ের মধ্যে সন্ন্যাসাশ্রমের সর্বশ্রেষ্ঠত্ব; শ্রীগৌরসুন্দর যতিধর্মে অবস্থিত হইয়া অপর প্রকার আশ্রমস্থিত বৈষ্ণবদিগকে দণ্ডবৎলীলা প্রদর্শন করিতেন। যতিধর্মে অবস্থিত বালকও স্বীয় পিতামাতার নিকট হইতে নমস্কার পাইয়া থাকেন।পিতা পুত্রের নিত্যনমস্য হইলেও পুত্রের সন্ন্যাসের পর যতিপুত্রের সম্মান করিবেন।