ভক্তিই সারাৎসার তত্ত্ব—
ভক্তি বিনা কেবল বিদ্যায়, তপস্যায়।
কিছু নাহি হয়, সবে দুঃখমাত্র পায়।
ভগবৎসেবা-বিমুখী বিদ্যা ও তপস্যার বাহাদুরী দুঃখেই পর্যবসিত হয়। ভগবদ্ভক্তিমান্ জনই প্রকৃত বিদ্যা ও তপস্যার অধিকারী।।১৩১।। তথ্য। যং ন যোগেন সাঙ্খ্যং দানব্রত-তপোঽধ্বরৈঃ।। ব্যাখ্যাস্বধায় সন্ন্যাসৈঃ প্রাপ্নুয়াদ্যত্নবানপি।। (ভাঃ ১১/১২/৯) ন সাধয়তি মাং যোগেন সাঙ্খ্যেং ধর্ম উদ্ধব। ন স্বাধ্যায়স্তপস্ত্যাগো যথা ভক্তিৰ্মমোর্জিত।। ভক্ত্যাহমেকয়া গ্রাহ্যঃ শ্ৰদ্ধয়াত্মা প্রিয়ঃ সতাম্। ভক্তিঃ পুনাতি মন্নিষ্ঠা স্বপাকানপি সম্ভবাৎ ।। (ভাঃ ১১/১৪/২০-২১)।