অল্পভাগ্যে শ্রীচৈতন্য-গোষ্ঠী নাহি পাই।
কেবল ভক্তির বশ চৈতন্যগোসাঞী।
সাধারণ সুকৃতি থাকিলে বা সমুন্নত নৈতিক জীবন হইলেই শ্রীচৈতন্যগোষ্ঠীর অন্তর্ভুক্ত হইবার যোগ্যতা জীবের হয় না। অন্যাভিলাষ, কর্ম জ্ঞান ও যোগাদির লাভ—অল্পভাগ্যেরই পরিচায়ক। কেবলা ভক্তিই ঐ সকল কর্মাদি অনুষ্ঠানকে ক্ষীণপ্রভ করিতে সমর্থ। তখন শ্রীকৃষ্ণচৈতন্যদেবের দয়া লাভ হয়।
তথ্য। ভক্তিরেবৈনং দৰ্শয়তি ভক্তিবশঃ পুরুষো ভক্তিরেব ভূয়সীতি। (মাঠরশ্রুতৌ ব্রহ্মসূত্র মধ্বভাষ্য ৩/৩/৫০) ভক্তিস্থ পরমো বিষ্ণুস্তথৈবৈনাং বশে নয়েৎ। তথৈব দর্শনং যাতি প্রদদ্যান্মুক্তিমেতয়া।। (মায়াবৈভবে ঐ ৩/৩ /৫৪)।